সব ভুলে আপন ঠিকানায় ফিরছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে ছাড়াছাড়ির পর সিঙ্গেল আছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস। ছেলে

আব্রাম খান জয়কে নিয়ে আলাদা বাসায় থাকছেন তিনি। করোনাকালীন কোনও ধরনের শুটিংয়ে অংশ নেননি।

সব মিলিয়ে প্রায় দেড় বছর পর গেল নভেম্বরের শুরুতে সরকারি অনুদানে নির্মিতব্য ‘ছায়াবৃক্ষ’ নামের

ছবিটির শুটিংয়ে অংশ নিতে টানা ১৫ দিন চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ছিলেন নায়িকা। পরের মাসে ডিসেম্বরে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘প্রিয় কমলা’ ছবিতে কাজ করেন।

মাঝে স্বামী-সংসার ও সন্তান নিয়েও একটা বিরতি কাটাতে হয়েছে। বিচ্ছেদের ভার বহন করতে হয়েছে। কিন্তু সব মান-অভিমান ভুলে আবারও দর্শকদের কাছে আপন ঠিকানায় ফিরছেন অপু বিশ্বাস।

এবার প্রায় তিন বছর পর বড় পর্দায় ধরা দিচ্ছেন ঢালিউডের এই মিষ্টি নায়িকা। শিগগিরই তার অভিনীত প্রথম কলকাতার ছবি ‘শর্টকাট’ মুক্তি পেতে যাচ্ছে। সুবীর মন্ডল পরিচালিত এ ছবির গল্প লিখেছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। শুটিং শেষে অপু ডাবিংয়ের কাজও সেরে ফেলেছেন।

‘শর্টকাট’ ছবির মুক্তি নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘সবশেষ ২০১৮ সালে আমার অভিনীত ‘পাংকু জামাই’ ছবি মুক্তি পায়। এরপর লম্বা বিরতি। সবকিছু ঠিক থাকলে ‘শর্টকাট’ নিয়েই বড়পর্দায় ফিরছি। শিগগিরই ছবিটি মুক্তি পাবে।’

কলকাতার পাশাপাশি বাংলাদেশেও ‘শর্টকাট’ ছবি মুক্তি পাবে জানিয়ে অপু বলেন, ‘সাফটা চুক্তির আওতায় দেশের প্রেক্ষাগৃহে এ ছবি মুক্তি পাবে। তবে এখনও কোনও প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়নি।’

‘শর্টকাট’ ছবিতে অপুর সহশিল্পী হিসেবে দেখা যাবে পরমব্রত চ্যাটার্জি, রেবেকা, গৌতম সাহা, গৌরব চক্রবর্তী ও অনিন্দিতা বসুকে।

এদিকে অপুর ‘প্রিয় কমলা’ ও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবি দুটিও আছে মুক্তির অপেক্ষায়।?

About admin

Check Also

২০০ বছর বয়স, এখনো কয়েকশো ফল দেয় এই কাঁঠাল গাছ

পানরুটি শহরের কয়েক কিলোমিটার দূরেই মালিগামপাট্টু নামক গ্রামে রয়েছে একটি ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ। গাছটির বয়স …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *