ফেসবুকের যেই কমেন্ট কে ঘিরে সংঘর্ষ হয়েছিল? সংঘর্ষে প্রাণ গেল তিনজনের

গাজীপুরের কাপাসিয়ায় ফেসবুক স্ট্যাটাস নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার নম্মানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দক্ষিণগাঁও এলাকার আলম হোসেনের ছেলে ১৮ বছর বয়সী নাঈম, একই এলাকার আলম মিয়ার ছেলে ২৬ বছরের ফারুক ও হিরণ মিয়ার ছেলে ১৫ বছরের রবিন।

স্থানীয়রা জানায়, নারী নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়। এ নিয়ে রোববার সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নাঈম, ফারুক ও রবিন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে নাঈম ও ফারুককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম নাসিম বলেন, মনোহরদী হাসপাতালে নেয়ার পর নাঈম ও ফারুক মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রবিন। অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

About admin

Check Also

২০০ বছর বয়স, এখনো কয়েকশো ফল দেয় এই কাঁঠাল গাছ

পানরুটি শহরের কয়েক কিলোমিটার দূরেই মালিগামপাট্টু নামক গ্রামে রয়েছে একটি ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ। গাছটির বয়স …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *