চাঁপাইনবাবগঞ্জে ষাঁড়ের ওজন ৩০ মণ , এক নজর দেখতে দর্শনার্থীদের ভীড়

বয়স ৩৫ মাস, প্রত্যেক দিন ৩০-৩৫ লিটার পানি, ১০ কেজি ভুষি, ৮ কেজি খুদি, ৫ কেজি বিগ ফিড, কাচা ঘাস খাবার লাগে হলিস্টিন ফ্রিজিয়ান জাত ৩০ মণ ওজনের এ ষাঁড়ের।

১৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজের পশ্চিমে অবস্থিত পুরাতন স্টেডিয়ামে প্রাণী সম্পদ প্রদর্শনী তে দেখা মেলে মোটাতাজা নজরকাড়া ষাঁড়টির। আগত দর্শনার্থীরাও এক নজর দেখতে হুমড়ি খেয়ে পড়ছিলেন স্টলে।

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে ২০০৫ সালে মেঘনা ডেইরী ফার্ম নামে ছোট পরিসরে পথ চলা শুরু করে। ২টি, ৪টি করে বর্তমানে ২০টি বিভিন্ন জাতের গরু রয়েছে ফার্মটিতে।

পৌর এলাকার উপর রাজারামপুরের বাসিন্দা তরুণ ব্যবসায়ী এস এম কামাল মেঘনা ডেইরী ফার্মটি গড়ে তুলেছেন। ১০ টি গাভী ও ১০ টি ষাঁড় কে সার্বক্ষণিক পরিচর্যা ও দেখভাল করেন, সাদিকুল ইসলাম নামে ১ ব্যক্তি। সেখানেই হলিস্টিন ফ্রিজিয়ান জাত ৩০ মণ ওজনের ষাঁড়টির বসবাস।

সাদা রঙ আর ৪ দাঁত এর অধিকারি ষাঁড় টির বিক্রিতে ৮ লাখ টাকা দাম হাঁকা হয় প্রদর্শনীতে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজন করে প্রদর্শনীর। আর প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সহযোগিতা করে।

About admin

Check Also

২০০ বছর বয়স, এখনো কয়েকশো ফল দেয় এই কাঁঠাল গাছ

পানরুটি শহরের কয়েক কিলোমিটার দূরেই মালিগামপাট্টু নামক গ্রামে রয়েছে একটি ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ। গাছটির বয়স …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *