আকাশ থে’কে “পাথর” পরায় ফু’টো হয়েছে টিন, বি’ক্রি হলো ২ কোটি টাকারও বে’শি দা’মে

২০১৯ সালে কোস্টারিকার এগাস জরাকাসে ঘটে এক বিস্ময়কর ঘটনা। মহাকাশের উল্কাপিণ্ড কতটা গুরুত্বপূর্ণ হতে পারে এই ঘটনা না ঘটলে হয়ত জানা যেত না। এই স্থানে একটি কুকুরের ঝুপড়িতে মহাকাশ থেকে উল্কাপিণ্ড এসে পড়ে। দ্য সান এর রিপোর্ট অনুযায়ী, ওই ঝুপড়িতে এক ৭ ইঞ্চির গর্ত তৈরি হয়।

যদিও কুকুরটির কোন ক্ষতি হয়নি। এরপর দেখতে দেখতে সেই ঝুপড়িটির দাম হয় আকাশ ছোঁয়া। এমন হওয়ার পিছনে বিজ্ঞানীরা যে কারন ব্যাখ্যা করেছেন তা হল, winchcombe meterorite এ তৈরি উল্কাপিণ্ড টির বিট্রেনের সব থেকে গুরুত্বপূর্ণ উল্কাপিণ্ড, যেটি cm2 নামে পরিচিত। এটি ৪৬০ মিলিয়ন বছর আগে গঠিত হয় বলে সূএে জানা গিয়েছে।

প্রায় ৯ কিলোর এই উল্কাপিণ্ড টির দাম ৫ কোটি ৯৩ লক্ষের ও বেশি বলে জানা গিয়েছে।এই ঘটনা বহু বছর আগেও কয়েক বার ঘটেছে। ১৯৯২ সালে নিউইয়র্ক এ একটি গাড়িতে উল্কাপাত হয়।

ঠিক তার ২০ বছর পর সেই গাড়িটির দাম হয় ১ কোটি ২০ লক্ষ। এছাড়াও, জানা যায় যে আমেরিকার জর্জরিয়ায় এমন এক ঘটনা ঘটে । একটি লেটার বক্সের উপর উল্কাপিণ্ড এসে পড়ে এবং সেই লেটার বক্সটি পরবর্তীতে ৬২ লক্ষ টাকায় বিক্রি হয়।

About admin

Check Also

২০০ বছর বয়স, এখনো কয়েকশো ফল দেয় এই কাঁঠাল গাছ

পানরুটি শহরের কয়েক কিলোমিটার দূরেই মালিগামপাট্টু নামক গ্রামে রয়েছে একটি ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ। গাছটির বয়স …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *