হেটার্সদের জন্য নিজের আত্মজীবনীতে হিরো আলম লিখলেন এমন কয়েকটি উক্তি যা সত্যিই মন ছুঁয়ে যাবে আপনার

হিরো আলাম , নামটা শুনলেই বাংলাদেশী অভিনেতা বা গায়কের কথা সবার প্রথমেই মনে পড়বে। কিন্তু তাঁর এই পরিচয়টা বেশির ভাগ মানুষের কাছে হাসি বা মজার। এই মানুষটিকে নিয়ে প্রায় ট্রোল হয়ে থাকে। তবে এই বিষয়েটি নিয়ে মানুষটি কোন মন্তব্য করেননি কোনদিন। তবে তাঁকে সমালোচনার মুখে বারবার পড়তে হয়েছে। তবে আজ আপনাদের তাঁর লেখা একটি বইয়ের কথা আপনাদের জানাবো। যেটা শুনে আপনাদের একবার হলেও মানুষটিকে কুর্নিশ জানাতে ইচ্ছে করবে।

বাংলাদেশের বইমেলায় তাঁর বইটি প্রকাশিত হয়েছে। বইটির নাম হলো ‘দৃষ্টি ভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেব’। হিরো আলাম বইটিতে উদ্দীপনামূলক কিছু কথা লিখেছেন। তিনি এ বিষয়ে বলেছেন, ‘আমি বলছি না সবাই আমার বই কিনে পড়ুক। কিন্তু বইটি একবার নিয়ে উল্টে দেখুন।সবাই আমাকে নিয়ে ট্রোল করেন, মজা বা হাসি ঠাট্টা করেন। কিন্তু আমার সম্বন্ধে ব্যাক্তিগত ভাবে কতজন জানেন।’

এই বইতে যে যে বিষয়গুলো লেখা আছে, সেগুলি হলো: ১. আপনারা শিক্ষিত হতে পারেন, কিন্তু মনুষ্যত্বের শিক্ষায় কতজন শিক্ষিত?
২. আমি অশিক্ষিত হয়েও কিছু করছি, কিন্তু আপনারা শিক্ষিত হয়েও আত্মহত্যা করেন।
৩. আমার লুক নিয়ে আপনারা হাসি মজা বা ট্রোল করে থাকেন। কি করব বলুন, ভগবান এমনি বানিয়েছে।

৪. জীবনের সমস্ত কাজ নিজের টাকা দিয়ে করেছি।
৫. শিক্ষিত হয়েও মজা করেন কিন্তু আমার জায়গায় যদি থাকতেন তাহলে রিক্সা চালাতেন।

৬. আমার চেহারা খারাপ বলে মিডিয়ার সামনে এসেছি, আপনারা তো সেটাও পারেননি।
৭. আমি আমার সমালোচকদের ধন্যবাদ জানায়, কারণ তাদের জন্য জনপ্রিয়তা বেড়েছে। আমার ভক্তদের ভালোবাসা জানায়।

৮.সার্টিফিকেট পাওয়া শিক্ষিত লোকগুলো ভীতু। নিজেরা কিছুই করে না, অন্যরা করলে এরা হিংসে করে। এরা কি চায় নিজেরাই জানে না।
৯. ,আমি একজন পরিত্যক্ত মানুষ হয়েও চানাচুর, সিডি, ডিস লাইন, মিউজিক ভিডিও করে কিছু মানুষের দায়িত্ব নেওয়ার যোগ্যতা রাখি। কিন্তু আপনারা শিক্ষিত হয় সেটাও পারেন না।

১০. আমি ভিডিও বানাই মানুষ হাসবে বলে, কারণ মানুষের হাসি মুখ দেখতে ভালো লাগে। এই সব ভাইরাল বা সমালোচনা এসবের জন্য আমার কাজ করার প্রয়োজন হয় না।

About admin

Check Also

২০০ বছর বয়স, এখনো কয়েকশো ফল দেয় এই কাঁঠাল গাছ

পানরুটি শহরের কয়েক কিলোমিটার দূরেই মালিগামপাট্টু নামক গ্রামে রয়েছে একটি ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ। গাছটির বয়স …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *