হিরো আলম এবং জায়েদ খানের পর এবার মারা গেলেন গায়ক নোবেল

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবার মৃত দেখাচ্ছে গায়ক মাইনুল আহসান নোবেলকে। তার মতো বেশ কয়েকজনকেই গত কয়েকদিনে মৃত দেখানো হয়েছে ফেসবুকে। প্রত্যেকেরই আইডি, পেজে ‘রিমেম্বারিং’ লেখাটি ভেসে উঠেছে।

যেসব অ্যাকাউন্টের মালিক মৃত্যুবরণ করেন, তাদের প্রোফাইলেই শুধু ফেসবুক কর্তৃপক্ষ এই ট্যাগ জুড়ে দেয়। এরই মধ্যে এই বিড়ম্বনায় পড়েছেন চিত্রনায়ক জায়েদ খান, নাট্য অভিনেতা জিয়াউল হক পলাশ, অভিনেতা শরিফুল রাজ, হিরো আলমসহ অনেকে।

সেই তালিকায়ই এবার যোগ হলো গায়ক নোবেলের নাম। ফেসবুক কর্তৃপক্ষ এই গায়কের পেজে লিখেছে, ‘আমরা আশা করি যারা নোবেলকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার পেজ পরিদর্শন করে সান্ত্বনা দেবেন।’

এ ঘটনায় বিব্রত নোবেল। অভিজ্ঞদের কাছে তিনি সহযোগিতা চেয়েছেন। ভেরিফায়েড ফেসবুক পেজে নোবেল লিখেছেন, ‘আমার পেজে কিছুদিন যাবত রিমেম্বারিং লেখা আসছে। এটা কেন হচ্ছে, কেউ বলতে পারবেন? যদি লেখাটা কেউ ঠিক করে দিতে পারেন তাহলে একটু জানান। ধন্যবাদ।’

ওসেই পোস্টে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করে তাকে নক দেওয়ার অনুরোধও জানিয়েছেন ‘সারেগামাপা’ খ্যাত গায়ক নোবেল।

About admin

Check Also

টকশোতে উপস্থাপককে বুবলীর নায়কের মারধর! তুমুল ভাইরাল ভিডিও

শনিবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও। যেখানে দেখা যায়, ক্যামেরার সামনে মারামারিতে জড়িয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *