Breaking News

মুহাম্মদ (সা.) এর পোশাক দেখতে তুরস্কে মানুষের ঢল

তুরস্কের ইস্তাম্বুলে হিরকা-ই শেরিফ মসজিদে ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যবহৃত পোশাক প্রদর্শনীতে হাজারো মানুষ ভিড় করেছেন। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এ নিদর্শন শুধুমাত্র পবিত্র রমজান মাসেই প্রদর্শন করা হয়।

হযরত উওয়াইস আল-কারনি (রা.) কে উপহার হিসেবে নিজের ব্যবহৃত এ পোশাকটি দেন হযরত মুহাম্মদ (সা.)। হযরত উওয়াইস আল-কারনি (রা.) -এর বংশধররা এটি দীর্ঘ ১৪শ বছর ধরে যত্ন সহকারে সংরক্ষণ করে আসছেন।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ’র এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির কারণে দুই বছর প্রদর্শনী বন্ধ থাকার পর শুক্রবার (২২ এপ্রিল) থেকে তা আবার শুরু হয়েছে।

শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ভেতরে কাচে মোড়ানো বাক্সে পোশাকটি দেখার সুযোগ দেওয়া হয়। এ সময় মসজিদের বাইরে কয়েক হাজার নারী, পুরুষ ও শিশু ভেতরে প্রবেশের জন্য অপেক্ষায় ছিলেন।

আগামী ২৯ এপ্রিল পর্যন্ত পোশাকটির প্রদর্শনী চলবে।

About admin

Check Also

মাত্র এক টাকার এই কয়েনটি থাকলে আপনিও হয়ে যেতে পারেনা কোটিপতি,জেনে নিন সেটি কিভাবে

কোটিপতি হবার স্বপ্ন কার না থাকে আর তাইতো কোটিপতি হবার দৌড়ে নাম লিখিয়ে হাজার হাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *