বর্তমান যুগে কোনো কিছুই সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। ইন্টারনেটের যুগে যেকোন ভিডিও কিংবা ছবি ভাইরাল হয় নিমেষে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এমন অনেক দৃশ্যের সাক্ষী হয়ে থাকি, যা হয়ত চট করে আমরা ঘটতে দেখি না।
আবার এমন অনেক ভিডিও ভাইরাল হয় যা আমাদের মন নিমেষে ভালো করে দেয়। সম্প্রতি তেমনই একটি ভিডিও একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভাইরাল হয়েছে নেটনাগরিকদের একাংশের মধ্যে।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে রীতিমতো রেগে নিজের গণ্ডির মধ্যে এদিক-ওদিক পায়চারি করছিল সেই বাচ্চা শাবকটি। এরপরে হঠাৎ করেই দূরে নীল রঙের চাদর ঢাকা দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক ব্যক্তিকে। সেই ব্যক্তিকে দেখেই সে উত্তেজিত হয়ে পড়ে।
আসলে তিনিই ছিলেন আর মালিক, যার সাথে তার মান অভিমান পর্ব চলছিল। অনেক কষ্ট করে এই মালিককে রাগ ভাঙাতে হয়েছে তার, ভিডিওটি দেখলেই তা স্পষ্ট হবে।