Breaking News

মহিষের বাচ্চা খেতে এসে বিপদে বনের রাজা সিংহ! মহিষের সমস্ত শক্তি দিয়ে সিংহের কাছ থেকে রক্ষা করল তার বাচ্ছাকে, সন্তানের প্রতি মায়ের এমন ভালবাসা দেখে প্রশংসায় ভাসাল নেটিজনরা!

নিজস্ব প্রতিবেদন:সিংহকে বলা হয় বনের রাজা। কিন্তু সেই বনের রাজাই কি না কুপোকাত মহিষের কাছে। হ্যা সত্যি তাই! সম্প্রতি অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেলো সিংহকে সিংহ শিং দিয়ে তুলে আছড়ে মারছে মহিষ।
এই ঘটনার ভিডিও পোস্ট করেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস কর্মকর্তা আধিকারিক।

৩১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে থাকা ফাঁকা জায়গায় একটি সিংহ বসে রয়েছে। আর একটু দূরে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছে একটি বুনো মহিষ। এরপর কোনও কারণ ছাড়াই আচমকা ওই মহিষটি ছুটে এসে পশুরাজের উপর চড়াও হয়। তারপর শিং করে সিংহটিকে তুলে মাটিতে সজোরে আছাড় মারে।

সিংহটি কিছু বুঝে ওঠার আগে মাটিতে পড়ে গড়াগড়ি খেতে থাকে। তারপর বিপদ বুঝে এলাকা ছেড়ে পালায়।ভিডিওটির ক্যাপশনে সুশান্ত নন্দা লিখেছেন, মানুষ সিংহকে জঙ্গলের রাজা হিসেবে পরিচিতি দিয়েছে। কিন্তু, কে রাজা তা নিয়ে মহিষের কোনও মাথাব্যথা নেই।

About admin

Check Also

অসাধারন ভঙ্গিতে সেজে-গোজে মিষ্টি সুরে গান করছে শিকারি টিয়া। টিয়া পাখির এমন মজার কান্ড নেট দুনিয়াই ভাইরাল। তুমুল ভাইরাল ভিডিও।

নিজস্ব প্রতিবেদন:আদিকাল থেকেই বিভিন্ন প্রাণী মানুষের দাসত্ব গ্রহণ করে আসছে।মানুষ বিভিন্ন কায়দায় বিভিন্ন বন্যপ্রাণীদের কে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *