পেঁয়াজের কেজি মাত্র ১৪ টাকা

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকায় কমতির দিকে পেঁয়াজের দাম। প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ খুচরা বাজারে ১৪ থেকে ১৫ টাকা, অন্যদিকে দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০-৩২ টাকা কেজি দরে।

আসছে রমজান মাসে পেঁয়াজের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানান আমদানিকারকরা। দাম কম হওয়া অনেকটাই স্বস্তি ফিরেছে ভোক্তাদের মাঝে।

পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) হিলি স্থলবন্দর দিয়ে প্রচুর পরিমান ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। আড়তগুলোতে প্রচুর পরিমান পেঁয়াজ রয়েছে। দাম আরও কমতে পারে বলেও জানান তিনি, তবে ক্রেতা অনেক কম।

হিলি স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার ৪৬ ট্রাকে ১ হাজার ৩৭৪ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।

About admin

Check Also

২০০ বছর বয়স, এখনো কয়েকশো ফল দেয় এই কাঁঠাল গাছ

পানরুটি শহরের কয়েক কিলোমিটার দূরেই মালিগামপাট্টু নামক গ্রামে রয়েছে একটি ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ। গাছটির বয়স …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *