Breaking News

পৃথিবীর সবচেয়ে দামি ফল ইউবারি মেলন, যেভাবে আপনিও চাষ করতে পারবেন

জাপানে এক সুস্বাদু ফল পাওয়া যায়। যার নাম ইউবারি মেলন ( তরমুজ )। এ ফল দেখতে খুব একটা সুন্দর না হলেও দাম কিন্তু সোনার চেয়েও বেশি।

ফলটি বাইরে থেকে দেখতে অনেকটা তরমুজের মত, স্বাদে কমলালেবুর কাছাকাছি, আমার ভেতরটা দেখতে কিছুটা মিষ্টি কুমড়ার মত।

ফল গোত্রে এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি ফল। এ ফলের যা দাম তা দিয়ে অনায়াসে একটুকরো জমি বা বাড়ি সোনার গয়না কিনে ফেলা যায়।

জানা গেছে, এক কেজি ইউবারি তরমুজের দাম, ২০ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

এ ফলটি জাপানের বিক্রি হয় এবং এটি শুধুমাত্র সমাজের শীর্ষস্তরের ব্যক্তিরাই কিনে থাকেন। কারণ এর দাম সাধারণের ধরা-ছোঁওয়ার বাইরে। ফলটি সহজে পাওয়া যায় না। এক বিশেষ বর্গের মানুষ ইউবারি মেলন বিক্রি করেন। আগ্নেয়গীরি সৃষ্ট মাটি এবং অতিরিক্ত বর্ষণ এ ফল চাষের উপযুক্ত পরিবেশ।

বিলাসবহুল খাবার এবং পানীয় যেমন বার্বন, শ্যাম্পেন বা কোবে বিফের মতো এটি এক বিশেষ পরিবেশের মধ্যে ইউবারি অঞ্চলে চাষ করা হয়।

এ ফল বড় হতে সময় নেয় ১০০ দিন। ২০১৯ সালে এক জোড়া ইউবারি মেলন বিক্রি হয়েছিল প্রায় ৩২ লক্ষ টাকায়।

জাপানে এটাই একমাত্র দামি ফল নয়। এমন আরও বেশ কিছু ফল, সবজি পাওয়া যায় সেগুলোর দাম লাখ টাকার উপরে।

About admin

Check Also

আম্বানি পরিবার কেন ‘অ্যান্টিলিয়া’-র ২৭ তলায় থাকে, নীতা আম্বানি নিজেই জানিয়েছেন

ভারতের সবচেয়ে বড় ব্যবসায়ী মুকেশ আম্বানির বাড়ি ‘অ্যান্টিলিয়া’ (Antilia)-র সম্পর্কে কমবেশি সকলেই জানেন। জানা গেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *