Breaking News

নতুন প্রেমিককে প্রকাশ্যে আনলেন শবনম ফারিয়া

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ভালোবেসে প্রেমিক হারুন উর রশিদ অপুকে বিয়ের পর বিচ্ছেদের পথে হেটেছেন বেশ কয়েকমাস হলো। এরই মধ্যে এই অভিনেত্রীকে ঘিরে নতুন গুঞ্জন। আবারও প্রেমে পড়েছেন তিনি। প্রেমিকের সঙ্গে তিনি নাকি কিছুদিন আগে কক্সবাজার ও সেন্টমার্টিন ঘুরে এসেছেন। অবশেষে সেই গুঞ্জনেরই সত্যতা মিললো।

ভালোবাসা দিবস উপলক্ষে এবার প্রেমিকের সঙ্গে একই ফ্রেমে বন্দি হয়ে ভিডিও দিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া সেই শর্ট ভিডিওতে দেখা যায়, সমুদ্র সৈকতে পা ভিজিয়ে একে-অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন ফারিয়া ও তার প্রেমিক। অবশ্য দু’জন সমুদ্রের দিকে তাকানো বিধায় প্রেমিকের চেহারা বোঝা যায়নি।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। তোমার হৃদয় যেখানে পরিপূর্ণ শান্তি পায়, সেখানেই যাও।’ এক কোনে যোগ করেছেন, ‘ইটস অফিসিয়াল লাভ সিজন। শো অফ ইউর লাভ।’ যদিও সেই প্রেমিক কে, তার পরিচয় কী, কিছুই জানাননি ফারিয়া।

অবশ্য এর আগেই প্রেমের ইঙ্গিত দিয়েছিলেন ফারিয়া। গেলো ৮ জানুয়ারি ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন তিনি। গোলাপি-সবুজ পাড়ের সাদা শাড়ি পরে মিষ্টি হাসিতে তোলা দুটি ছবি পোস্ট করে লেখেন, ‘আলিয়া ভাট প্রেমিকের তোলা নিজের কয়েকটি ছবি পোস্ট করে প্রেমিকের ফটোগ্রাফি দক্ষতা দেখিয়েছেন। তাই চিন্তা করলাম, আমি কেন আমার বানরের (বানর ইমোজি) তোলা ছবি দেখিয়ে তার দক্ষতা কেন প্রকাশ করব না? থ্যাংক ইউ বানর, আমার ইনস্টাফিড আরও সুন্দর করে তুলতে সহযোগিতা করার জন্য।

About admin

Check Also

মাত্র এক টাকার এই কয়েনটি থাকলে আপনিও হয়ে যেতে পারেনা কোটিপতি,জেনে নিন সেটি কিভাবে

কোটিপতি হবার স্বপ্ন কার না থাকে আর তাইতো কোটিপতি হবার দৌড়ে নাম লিখিয়ে হাজার হাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *