Breaking News

দেশকে পুরো বদলে দিয়েছি, আগামী নির্বাচনে জনগণ আমাদের ভোট দেবে

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আশা করি আগামী নির্বাচনে জনগণ আমাদের ভোট দেবে। কারণ, একটা দেশকে আমরা বদলে দিয়েছি। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, জনগণের ওপর আমাদের আস্থা আছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গণভবনে শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, করোনা সংকটে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দিয়ে দেশের অর্থনীতিকে আমরা স্থিতিশীল রেখেছি। বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৯৪ শতাংশ এবং মাথাপিছু আয় ২৫৯১ মার্কিন ডলার। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি।

তিনি জানান, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। কমিউনিটি ক্লিনিক, আমার বাড়ি আমার খামার ও আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সমস্ত সুযোগ-সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে। দেশের কেউ গৃহহীন থাকবে না বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সভানেত্রী।

About admin

Check Also

মাত্র এক টাকার এই কয়েনটি থাকলে আপনিও হয়ে যেতে পারেনা কোটিপতি,জেনে নিন সেটি কিভাবে

কোটিপতি হবার স্বপ্ন কার না থাকে আর তাইতো কোটিপতি হবার দৌড়ে নাম লিখিয়ে হাজার হাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *