ফর্সা বা দাগছোপহীন ত্বক কে না ভালোবাসে! অনেকেই বিভিন্ন ক্রিম ব্যবহার করে ত্বক ফর্সা করার চেষ্টা করে থাকেন। কিন্তু প্রকৃতির নিয়মে এভাবে কখনই ফর্সা হওয়া সম্ভব নয়। তবে কিছু উপাদান রয়েছে যেগুলো ব্যবহার করে ত্বকের কালো দাগছোপ সরিয়ে দিয়ে ত্বক একেবারে
উজ্জ্বল ও ঝকঝকে করা সম্ভব। কিন্তু বাইরে থেকে কিনে এনে একের পর এক ক্রিম ব্যবহার করতে থাকলে রাসায়নিক উপাদানের মাধ্যমে ত্বক উল্টে আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আজ আপনাদের শেখাবো ঘরোয়া উপাদান দিয়ে একটি ক্রিম তৈরির পদ্ধতি, যা নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল, দাগছোপহীন এবং ঝকঝকে।
উপাদান: ১) নারকেল তেল ২) অ্যালোভেরা জেল ৩) কমলালেবুর রস ৪) ভিটামিন ই ক্যাপসুল ৫) ভিটামিন সি ক্যাপসুল দুধের মতো ধবধবে ফর্সা হবে ত্বক, বাড়িতে বানিয়েই মেখে ফেলুন এই নাইট ক্রিম
ক্রিম বানানোর পদ্ধতি:
১) একটি ছোট পাত্রে একে একে ৫-৬ চামচ নারকেল তেল, ৪-৫ চামচ অ্যালোভেরা জেল, ৩-৪ চামচ কমলালেবুর রস নিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। ২) এরপরে ২-৩টি ভিটামিন ই ক্যাপসুল ভেঙে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তবে এই ক্যাপসুল ব্যবহার করবেন না।
৩) ত্বকের কালো ছোপ দূর করার জন্য ব্যবহার করতে হবে ভিটামিন সি ক্যাপসুল। যদি আপনার ত্বকে কালো দাগ অত্যন্ত বেশি থাকে তবে আপনি ব্যবহার করবেন ২-৩টি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবেন, যদি দাগ কম থাকে তবে একটি ক্যাপসুল ব্যবহার করলেই হবে। ৪) সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দিতে হবে।
দুধের মতো ধবধবে ফর্সা হবে ত্বক, বাড়িতে বানিয়েই মেখে ফেলুন এই নাইট ক্রিম উজ্জ্বল ও দাগছোপহীন ফর্সা ত্বক পেতে মুখ পরিষ্কার করে এই মিশ্রণ প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালো করে পুরো মুখে লাগিয়ে নিতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ভালো করে ধুয়ে
পরিষ্কার করে নিতে হবে নিয়মিত এক সপ্তাহ এই মিশ্রণ ব্যবহার করলে আপনি ফলাফল নিজেই বুঝতে পারবেন। বাইরের রাসায়নিক উপাদানমিশ্রিত ক্রিম ব্যবহার না করে ঘরোয়াভাবে তৈরি এই ক্রিম ব্যবহার করুন এবং ত্বককে সুস্থ ও সজীব রাখুন।