চেনা মুশকিল, মুটিয়ে গেছেন মডেল শখ। আনিকা কবির শখ দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। গত কয়েক মাস ধরেই তার মা হওয়ার গুঞ্জন শোনা গেলেও সম্প্রতি তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এরইমধ্যে শখের বেবি শাওয়ার অনুষ্ঠান হয়ে গেলো।
শখের বেবি শাওয়ার আয়োজনের কিছু মুহূর্তের স্থিরচিত্র ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। সেখানে অনেকেই শখকে প্রথম দেখায় চিনতে পারছেন না। তিনি অনেকটাই মুটিয়ে গেছেন। শারীরিক পরিবর্তনের কারণে শখকে চিনতে অনেকেই হিমশিম খাচ্ছেন। এমনকি মিডিয়ায় এই অভিনেত্রীর অনেক সহকর্মীও তাকে দেখে চিনতে পারছেন না।
অভিনেত্রী নাজিয়া হক অর্ষা লিখেছেন- ‘শখকে চেনা যাচ্ছে না কেন?’ তার সেই মন্তব্যের জবাবে শখের ছবি পোস্ট দানকারী লিখেছেন- ‘অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই শখের এই অবস্থা।’ শখকে সেই পোস্টে অনেকেই অভিনন্দন জানিয়েছেন।
এর আগে শখ অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে গণমাধ্যমকে জানান, ‘নতুন আগামীর অপেক্ষায় আছি। এখন সারাক্ষণ আমার ভেতরের মানুষটাকে নিয়েই ভাবতে ভাবতে দিন চলে যায়। এই দীর্ঘসময় ধরে দেখভাল করা চিকিৎসক আমাকে বলেছেন মনটাকে একদম ফ্রেশ রাখতে। তাই দোয়া চাই সবার।’
শখ ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা দুটি মানুষ আপনাদের দোয়ায় খুব ভালো আছি। এখন পরিবারে তিনজন হওয়ার অপেক্ষায় আছি। আপনাদের শুভকামনা, প্রার্থনাগুলো খুব প্রয়োজন। সবাই ভালো থাকবেন।’
শখের স্বামীর নাম আতিকুর রহমান জন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদ কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি।
খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে শখের স্বামীর বাড়ি। তিনি বর্তমানে সেখানেই অবস্থান করছেন। তিনি রাজধানীর উত্তরায়ও বাসা নিয়েছেন। এই অভিনেত্রী সেখানেও স্বামীর সঙ্গে বসবাস করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে শখের স্বামীর বাড়ি। তিনি বর্তমানে সেখানেই অবস্থান করছেন। তিনি রাজধানীর উত্তরায়ও বাসা নিয়েছেন।