নিজস্ব প্রতিবেদন:চি,তা হচ্ছে সবচেয়ে বেশি হিং,স্র প্রাণী। আমাদের দেশের বিভিন্ন বন অঞ্চলেও এদের দেখা মিলে। অনেক সময় এরা বিভিন্ন লোকালয়ে প্রবেশ করে ফেলে। লোকালয় রাতের বেলা শিকারের সন্ধানে প্রবেশ করলে পরে রাস্তায় ভুলে গিয়ে রাতারাতি বের হতে না পারলে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে।
এবং বিভিন্ন পোষা প্রাণী ও মানুষের উপর মাঝেমাঝে আক্রমণ করে বসে। এ ধরনের অনেক ভিডিও ইন্টারনেটে সচরাচর পাওয়া যায়। আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে এই হিং,স্র চি,তাও মাঝেমধ্যে নিরীহ প্রাণীর হাতেই বিপদে পড়ে যায়। ভিডিওটিতে একটি চি,তা একটি ঈগলের বাচ্চা উপর আক্রমণ করে।
আকাশের সব চেয়ে ভয়ংকর প্রাণী হলো ঈগল।আর ঈগল ঘন্টা প্রায় তিনশ কিলো মিটার গতিতে উড়তে পারে।শুধু তাই নয় এই পাখির দৃষ্টি-শক্তি এতটা যে তারা পাচ কিলোমিটার শিকার কে দেখতে পায়।বন্ধুরা আমরা আজ এই ভিডিও তে দেখব ঈগল পাখির ভয়ংকর ও অসাধারণ দৃশ্য যা দেখে আপনি আমার মত চমকে যাবেন।
বড় প্রাণী ছোট প্রাণীকে খাবে এবং খাদ্য শৃংখল এর ভারসাম্য রক্ষা করবে এটাই পরিবেশের নিয়ম।আমরা জানি পাখির রাজা বলা হয় ঈগলকে। এই ঈগল পাখি সকল ধরনের পাখিকে খাদ্য হিসেবে গ্রহণ করে। ঈগল পাখি এটি একটি এদেরকে ধরে নিয়ে খেয়ে ফেলল এবং সাথে সাথে চিতাবাঘ বিভিন্ন পশু পাখি সবার সাথেই লড়াই করে তাদেরকে খাবার হিসেবে আহরণ করল।
ভিডিও তে দেখা যাচ্ছে যে ঈগল পাখির বাচ্চা কে এক টি চিতা বাঘ শিকার করতে আসল তখন পাখির বাচ্চা চিকির মির করতে শুরু করল। পাখির বাচ্চা কে বাচানোর জন্য মা এবং বাবা পাখির চিৎকার শুনে আসল তখন তারা চিতা বাঘ কে তারা শিকার করে নিল।
বিশেষ গুনের জন্য ঈগল খুব সহজে শিকার করতে পারে ।এবং এই পাখিটি এত ভয়ংকর যে কখনো কখনো মানুষকে ও শিকার করে ফেলতে পিছ পা হয় না।বন্ধুরা ভিটিও শেষে ঈগলের ভয়ংকর শিকার দেখে আপনি চমকে উটবেন।ঈগল পাখি যেহেতু মানুষদেরকেও স্বীকার করতে পছন্দ করেন তাই মানুষ হিসেবে আমাদের উচিত ঈগল পাখির হাত থেকে বিভিন্ন উপায়ে বেঁচে থাকা।
আর অন্যদিকে ঈগল তার বাচ্চাকে না পেয়ে খুজতে খুজতে দেখে চিতা তার বাচ্চাকে গাছের ডালে বসে ভক্ষণ করছে কিন্তু মা ঈগল তা দেখে সহ্য করতে না পেরে সরাসরি গাছে উটতে শুরু করল আর আন্য দিকে চিতা শিকার নিয়ে ব্যস্ত তার পিছন দিকে মা ঈগল চিতার পিছন থেকে দরে তার গার মটকে দিল। তার সন্তনকে হত্যার পতিশোধ নিল।