অপটিক্যাল ইলিউশন আপনার মনকে বিভ্রান্তিকর অবস্থার মধ্যে ফেলতে পারে। এতে কোনো সন্দেহ নেই এ ধরনের ইলিউশন যে কারো মাথা ঘুরিয়ে দিতে পারে। আবার অনেকের মস্তিষ্ক এ ধরনের ছবি দেখে তাতে কি লেখা আছে তা খুঁজে বের করতে পারেন না। তাদেরকে বলা হয় কালার ব্লাইন্ড।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই এখন এ ধরনের ধা ধা ছুঁড়ে দেওয়া হচ্ছে। এতে অনেকেই উৎসাহ নিয়ে অংশগ্রহণ করছেন। সম্প্রতি টুইটারে একটি ভিডিও ইলিউশন ছেড়ে দিয়ে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছে এখানে কি দেখতে পাচ্ছেন। অনেকে সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়েছেন। তবে এবার আপনার পালা, ছবিতে কি দেখা যাচ্ছে তা খুঁজে বের করুন।
বেননওয়াইড নামের একটি টুইটার অ্যাকাউন্টে এই ইলিউশনটি পোস্ট করে জানতে চাওয়া হয়েছে এখানে কী একটি নাম্বার দেখা যাচ্ছে। যদি দেখা যায় তাহলে তা কত?
এরইমধ্যে পোস্টটিতে উত্তর দিয়েছেন ১ হাজার ৭০০ জন। অনেকে আবার এটিকে শেয়ার করে অন্যকে উত্তর দেয়ার খোঁজার সুযোগ করে দিচ্ছেন।
DO you see a number?
If so, what number? pic.twitter.com/wUK0HBXQZF
— Benonwine (@benonwine) February 16, 2022