কাতার বিশ্বকাপে থাকছে বাংলাদেশ!

ফুটবল দুনিয়ার সবচেয়ে রোমাঞ্চকর ও মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপ। চার বছরের অপেক্ষা শেষে এবার এই রোমাঞ্চকর আসরের পর্দা উঠতে যাচ্ছে কাতারে। এমন উৎসবের আসরে খেলায় অংশগ্রহণ করা কিংবা বিশ্বকাপের অংশ হতে পারা দারুণ এক অভিজ্ঞতার। তেমনই এক অভিজ্ঞতার অংশ হওয়া বাংলাদেশের জন্য দারুণ মর্যাদার।

অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও অনন্য এক উপস্থিতি থাকবে ফিফা বিশ্বকাপে। জমজমাট আসরের মঞ্চে বিভিন্ন দেশ থেকে আগত খেলোয়াড় ও দর্শকরা পরিধান করবেন ফিফা বিশ্বকাপ-২০২২ লোগো সম্বলিত জার্সি।

রোমাঞ্চকর এই আসরের অন্যতম এই অংশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখছে বাংলাদেশের পোশাক শিল্প। বাংলাদেশের পোশাক শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে তৈরী এসব জার্সি বিশ্বজুড়ে প্রশংসার দাবিদার। এসব জার্সি পরবেন বিশ্বের সব নামকরা তারকারা। যা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্ব ও প্রশংসার।

বাংলাদেশ হতে যাচ্ছে এই আসরের অংশ। তবে, মাঠের লড়াইয়ে লাল সবুজের অংশ হওয়াটা এক রকম স্বপ্নই রয়ে গেছে বাংলাদেশের জন্য। একদিকে বাংলাদেশের এমন অবদান গৌরবের, অন্যদিকে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে না পারা ভীষণ কষ্ট ও লজ্জার।

এদিকে, জার্সি ছাড়াও বিশ্বকাপ ফুটবলের আরও নানা অনুষঙ্গ যেমন- জ্যাকেট, টুপি, মোজা, গ্লাভস প্রভৃতি তৈরি হচ্ছে। অতএব, বাংলাদেশ থাকছে এবারের ফিফা বিশ্বকাপে। এর আগে ব্রাজিলের জার্সি তৈরি করেছে বাংলাদেশ। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হলুদ জার্সির নিচে লেখা ছিল ‘মেড ইন বাংলাদেশ’।

২০২২ ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ও সেরা বিশ্বকাপ। কাতারে অনুষ্ঠেয় হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে এমনটাই মন্তব্য করেছেন বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ।

এবারের বিশ্বকাপ এক কথায় উৎসবের মঞ্চ। প্রথমবারের মতো বিশ্বের অন্যতম উষ্ণ দেশ কাতারে পর্দা উঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’। সার্বজনীন সুবিধার কথা মাথায় রেখেই ফিফা বিশ্বকাপ-২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে শীতের মৌসুমে। তাই এবারের বিশ্বকাপটা একেবারেই আলাদা। আটটি ভেন্যুর সবগুলোই থাকবে বিশেষ কুলিং সিস্টেমের আওতায়।

সময় পরিবর্তনের কারণে এবারের আসর হতে পারে সর্বকালের সেরা ফুটবল বিশ্বকাপ। এমনটি মনে করেন, বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ। মৌসুমের শেষ দিকে বিরতি পড়ায় খেলোয়াড়দের পারফরম্যান্সের ধারাবাহিকতায় ছেদ পড়ে। তাই মৌসুমের শুরুতে বিশ্বকাপে ফুটবলাররা অংশ নিলে নিজেদের সর্বোচ্চটা দিতে পারবেন বলে আশা এই রেড ডেভিল কোচের।

About admin

Check Also

২০০ বছর বয়স, এখনো কয়েকশো ফল দেয় এই কাঁঠাল গাছ

পানরুটি শহরের কয়েক কিলোমিটার দূরেই মালিগামপাট্টু নামক গ্রামে রয়েছে একটি ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ। গাছটির বয়স …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *