আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সোনার বাংলায় আনাচে-কানাচেও ট্রাফিক জ্যাম থাকবে

আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় মানুষের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। এ কারণে সড়কে ব্যক্তিগত গাড়ি বেড়েছে। আওয়ামী লীগ যদি আরো পাঁচ বছর ক্ষমতায় থাকে তাহলে উপজেলাতেও ‘ট্রাফিজ জ্যাম’ লেগে যাবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

আজ বুধবার জাতীয় সংসদে রাজধানীর যানজট নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের সমালোচনার জবাবে তিনি এ কথা বলেন।

তিনি এ সময় বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। তাই সড়কে ব্যক্তিগত গাড়ি বেড়েছে। আওয়ামী লীগ যদি আরো পাঁচ বছর ক্ষমতায় থাকে, তাহলে উপজেলাতেও গাড়ির লাইন লেগে যাবে।

সংসদে জেলা পরিষদ (সংশোধন) বিল-২০২২-এর ওপর আলোচনায় বিএনপির সাংসদ হারুন বলেন, ‘ঢাকা আজকে নিশ্চল নগরীতে পরিণত হয়েছে। টানা ১৫ বছর আপনারা (আওয়ামী লীগ) ক্ষমতায়, কিন্তু ঢাকা শহরের একটা ভয়াবহ দুরবস্থা। ‘

জবাবে মন্ত্রী বলেন, ‘হারুন সাহেব, আল্লাহ যদি বাঁচায় রাখে আর আওয়ামী লীগ যদি আরেকটা মেয়াদ ক্ষমতায় থাকে তাহলে আপনে দেখবেন যে, উপজেলায় ট্রাফিক জ্যাম হবে। ‘

ঢাকায় ট্রাফিক জ্যাম নিয়ে তিনি বলেন, ‘জ্যাম কেন লাগে? কারণ আমাদের আয় অনেক বাড়ছে। ৩০০ থেকে ৪০০ ডলার মাথাপিছু আয়ের দেশ থেকে দুই হাজার ৫৯১ ডলার মাথাপিছু ডলারের দেশ। এখন সবাই গাড়ি কিনছেন। এ কারণে সড়কে ব্যক্তিগত গাড়ি বেড়েছে। এতে জ্যামও বাড়ছে। ‘

এর আগে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, ‘শব্দদূষণ বলেন, বায়ুদূষণ বলেন, পানিদূষণ বলেন, মশার উপদ্রব বলেন, বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সাংঘাতিক বিপর্যয় বলেন, এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে ঢাকা শুধু নয়, গোটা বাংলাদেশ একটি অবাসযোগ্য দেশে পরিণত হতে যাচ্ছে। ‘

জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরের কথা বলছেন, এখানে মানুষ যেভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, সবাই ঢাকায় মুভ করছে। সারা পৃথিবীতেই এমন হয়েছে। লন্ডন, টোকিও, কলকাতায়ও হয়েছে। তারা এটাকে ম্যানেজ করেছে। আমরাও এটা নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আমাকে ড্যাপের সভাপতি বানিয়েছেন, সেখানে অনেকগুলো বিষয় বিবেচনা করছি।

About admin

Check Also

২০০ বছর বয়স, এখনো কয়েকশো ফল দেয় এই কাঁঠাল গাছ

পানরুটি শহরের কয়েক কিলোমিটার দূরেই মালিগামপাট্টু নামক গ্রামে রয়েছে একটি ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ। গাছটির বয়স …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *