Breaking News

অভিনব আবিষ্কার, মাত্র ৫ টাকায় ৪০ কিমি ছুটবে এই বাইক

ভারতের বাজারে পেট্রোলের ভয়ে অনেকেই দ্রুতগতির বাইক কিনতে গিয়ে পিছিয়ে আসেন। কিন্তু আর পেট্রোলের ভয়ে দ্রুতগতির বাইক কিনতে গিয়ে মন খারাপ করার দিন শেষ।এবার লখনউয়ের এক বিজ্ঞানী এমন এক বাইক তৈরি করেছেন যা চলবে হাওয়াতে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

বিআর সিংয়ের কথায়, গোটা বিশ্ব জুড়ে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং-এর ফলে পৃথিবী দূষিত হচ্ছে তার ফলে তিনি এয়ার-ও-বাইক নির্মাণ করেন।কারণ তাঁর সৃষ্টি করা এই রাস্তায় চললে ৫০ শতাংশ দূষণ কমবে।এছাড়া এয়ার-ও-বাইক প্রস্তুতকারকদের মতে,

বর্তমানে একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ডিরেক্টরের পদে রয়েছেন ভারত রাজ সিং। জানা গিয়েছে ওই বিজ্ঞানীর সৃষ্টি করা বাইকটির ইঞ্জিনের খরচও বেশ কম।মিনিয়ামের সিলিন্ডার তৈরি করে তা এয়ার-ও-বাইকে লাগানো হয়েছে। এই বাইকে ৫ টাকার হাওয়াতে ৪০ কিলোমিটার পর্যন্ত যাওয়া যাব’’ে।

ঘন্টায় ৭০ থেকে ৮০ কিমি বেগে ছুটতে পারে এই বাইক। ইতিমধ্যেই আবি’ষ্কারের অনুমোদনের জন্য সরকারের কাছে প্রস্তাবও পাঠিয়েছেন বিআর সিং এমনটাই জানা গিয়েছে।করো’না কালে নতুন কায়দায় চলছে দে’হ ব্যবসা

ঢাকা-চট্টগ্রামসহ দেশের বড় নগরীগু’’লোতে যুগ যুগ ধ’রে চলে আসছে দে’হ ব্যবসা। বর্তমানে এর পরিমান কয়েকগু’’ন বেড়েছে।শুধু আবাসিক হোটেল নয় বাসা-বাড়ীতেও দেদারসে চলছে এই ব্যবসা।১৫ বছর থেকে শুরু করে বিভিন্ন বয়সের না’রীরা এব্যবসার সাথে জ’ড়িত।

প্রবাসীর স্ত্রী, গার্মেন্টস কর্মী, বিউটিশিয়ান ও উ’ঠতি বয়সের কিছু তরু’নীরা এব্যবসার সাথে জ’ড়িত। তবে এই পেশায় নানান কারণে না’রীরা জ’ড়িত হচ্ছে বলে সামাজিক প্রতিষ্ঠানগু’’লো দা’বি করেন। তারা মনে করেন, প্রেমে ব্য’র্থতা, স্বামীর অ’ত্যা’চার, ইয়াবা সে’বন, বিবাহ বি’চ্ছেদ, বিলাসিতা, অতিরিক্ত যৌ’’’ন লা’লসা ও দারিদ্রতার কারণে দে’হ ব্যবসায় নামেন এসব না’রীরা।

জানা যায়, চেহেরার সৌন্দর্য্যতার ভিন্নতায় এদের বিভিন্ন মূল্য দেয়া হয়। ১৫০০ থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত এদের মূল্য নির্ধারন হয়।বয়সে ছোট ও সুন্দর যৌ’’’ন কর্মীর চাহিদা সবার কাছে বেশি।সূত্র জানায়, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিছু মে’য়েরা চাকুরী ও

ক্লা’শ করার নামে দিন-রাত বাইরে গিয়ে মূলত দে’হ ব্যবসা চালিয়ে যাচ্ছে। বাসা-বাড়ীতে কিংবা রিসোর্ট ভাড়া নিয়ে বেশকিছু না’রী নিজেকে ছা’ত্রী অথবা গৃহব’ধু পরিচয় দিয়ে দা’লালদের মাধ্যমে অন্যের ভোগের সামগ্রীতে প’রিনত হচ্ছে দিনদিন। অন্য দিকে,

বিউটি পার্লারের মালিকরা সুন্দর পার্লার দিয়ে আকর্ষনীয় চেহেরার মেয়ে শি’কারের কাজে অর্থ বিনিয়োগ করে।এখানে কর্মর’’ত বিউটিশিয়ান কিংবা গ্রাহকদের দিয়ে বাড়তি আয়ের প্র’লোভন দেখিয়ে মালিকরা চালায় দে’হ বানিজ্য।

About admin

Check Also

চমৎকার আবিষ্কার কৃষকের! মাটি নয়, হাওয়াতেই চাষ করলেন আলু, ফলন ও বাড়বে অনেকগুণ!

ভারত একটি কৃষি প্রধান দেশ। আর এখানে কৃষিকাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *